আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করছেন বায়োফার্মা লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব বীর মুক্তিযোদ্ধা ও প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ চৌধুরী

Created At :- 1 year ago

আমাদের প্রানপ্রিয় সহকর্মী জনাব মোঃ হেমায়েত উদ্দিন (টেরিটরি ম্যানেজার, বরিশাল এ) মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বায়োফার্মা পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা, দোয়া এবং আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করছেন বায়োফার্মা লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব বীর মুক্তিযোদ্ধা ও প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির( রিজিওনাল সেলস ম্যানেজার , বরিশাল এ) সহ আরো অনেকে।

BIOPHARMA   AFFILIATE  COMPANIES